Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী

সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৮:৪৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের যে গভীর আঁধার আমাদের বিশ্বকে গ্রাস করেছে সে আঁধার ভেদ করে বেরিয়ে আসতে হবে নতুন দিনের সূর্যালোকে। করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদের বাঁচতে হবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। যখন যে ব্যবস্থা নেয়া দরকার তা নেয়া হচ্ছে।

আজ সন্ধ্যায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ আহবান জানিয়ে বলেন, ভয় পাবেন না, ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতিটি বাঙালি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই উৎসব। এ বছর বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে পয়লা বৈশাখের বহিরাঙ্গণের সকল অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে। ইতঃপূর্বে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানও আমরা একইভাবে উদযাপন করবো।

দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কেউ আতঙ্ক ছড়াবেন না। আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সরকার সব সময় আপনার পাশে আছে। কিছু কিছু স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সঙ্কটকালে এটা কোনভাবেই কাম্য নয়।

করোনা ভাইরাসের চিকিৎসা সেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে একেবারে সামনের কাতারে থেকে করোনা ভাইরাস-আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের পেশাটাই এ রকম চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে। তিনি বলেন, আমি দেশবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।



 

Show all comments
  • Jahangir Miah ১৩ এপ্রিল, ২০২০, ১১:৪৯ পিএম says : 0
    My Dear Lovely Sisters and Brothers, Insaa - Allah, I trust you are well, Alhamdulillah. The COVID-19 lockdown may help Muslims go deeper into Ramadan, which is always a time for reflection and purification. COVID – 19, Will it affect Ramadan? The month of Ramadan are acts of charity and helping those who are less fortunate. Muslims believe this is key to their faith and that there are increased blessings for acts of kindness during the month. This year, curfews and lockdowns imposed in some countries, as well as reduced opening hours, mean that many Muslims will struggle to prepare as usual for the month ahead may be affected. Example - Like my children are already disappointed we won’t be breaking fast in our community Masjid every night and performing the communal Tarawih prayers at the mosque. Many of the world's estimated 1.6 billion Muslims will fast every day. With the spread of Covid-19 impacting millions of people worldwide, the holy month of Ramadan, which is scheduled to begin on or around Thursday 23 April, very sad to see that may look very different this year. Fasting during Ramadan is obligatory. Exemptions are made for children, women who are pregnant, menstruating, nursing and people who are ill or travelling. Those who are experiencing Covid-19 symptoms may not have to fast during Ramadan, if they are not physically able. The spread of Covid-19 will likely stop larger families and groups from gathering, as governments worldwide urge people to physically distance from one another. Looking at epidemiological data from other countries, it’s likely that the pandemic will stretch well into Ramadan during April/May 2020. Authorities in the Kingdom of Saudi Arabia have decided to suspend Iftar. Tarawih prayers and Itikaf in Masjid Al Haram at present. Looks like all Masjid in Bangladesh must similarly prepare for the very likely possibility of suspending Iftar programs, congregational Tarawih prayers and Eid prayers too, and supporting their communities with alternative services remotely. Now this year, please, please donate at least some extra charity efforts to the organization those who are engaging charitable causes during the holy month. P.S. - What about Eid traditions might be affected cause coronavirus (Some reason behind I named it Wuhan - virus)? - With the help of Allah S.T. that next article – InShaa Allah Until then, Please remember you’re the closest to Allah S.T. and His Prophet S.A. if we love him and practice prophetic traditions this is the heaven in Dunia’a and Akhera, Summah Ameeeeen. Kindest Regards DR. Jahangir Miah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

২১ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ