Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোলিং কোচ নিয়ে ধোঁয়াশা কাটছে না

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা ঃ গত মে মাসে বিসিবিকে হিথ স্ট্রিক ‘না’ বলে দেয়ার পর থেকেই নুতন বোলিং কোচের সন্ধানে নেমেছে বিসিবি। আকিব জাভেদের দিকে হাত বাড়িয়ে শেষ পর্যন্ত তাকে পায়নি বিসিবি। পরবর্তীতে সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের বোলিং কোচ খোঁজা শুরু করেছে বিসিবি। ঈদ উল ফিতরের আগেই বোলিং কোচের নাম ঘোষণার কথা ছিল। আগামী ২০ জুলাই থেকে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনে বোলিং কোচকে যাবে দেখা, এমন নিশ্চয়তার আলামত কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তবে দুই তিন-দিনের মধ্যে নুতন বোলিং কোচ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ ‘বোলিং কোচের ব্যাপারে এখনও কথা বার্তা চলছে। সবকিছু প্রায় চূড়ান্ত। হয়তো ২-৩ দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের বোর্ড সভাপতি বিষয়টি নিজেই তদারকি করছেন। আশা করছি ২-৩ দিনের মধ্যেই নিশ্চিত করা যাবে।’ সম্প্রতি গুলশানের হলি আর্টিজানে সশস্ত্র জঙ্গি হামলায় ২০ বিদেশী নিহত হওয়ায় নিরাপত্তা শংকায় নুতন বোলিং কোচ পাচ্ছে না বলে যে গুঞ্জন, তা অবশ্য উড়িয়ে দিয়েছেন আকরাম খানÑ ‘না। এই কারণে কোনও সমস্যা হয়নি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোলিং কোচ নিয়ে ধোঁয়াশা কাটছে না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ