Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ আগষ্ট থেকে বিসিএল

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী জানুয়ারীতে মাঠে গড়ানোর কথা ছিল ফ্রাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)। তবে দীর্ঘদিন বড় পরিসরের ক্রিকেটের বাইরে থাকায় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ক্রিকেটারদের প্রস্তুত করতে বিসিএল এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটি। বিসিবি’র সর্বশেষ পরিচালনা পরিষদের সভায় আগামী সেপ্টেম্বর থেকে জাতীয় লীগ দিয়ে ঘরোয়া ক্রিকেটের প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ আসরগুলো পর্যায়ক্রমে শুরু করার কথা ছিল। তবে জাতীয় লীগ নয়, বিসিএল দিয়ে মাঠে গড়াচ্ছে এবার ঘরোয়া ক্রিকেট মৌসুম। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৭ অক্টোবর থেকে সিরিজ শুরুর আগে বিসিএল সম্পন্ন করার আইডিয়া এখন ক্রিকেট অপারেশন্স কমিটির। আগামী ২০ আগস্ট থেকে আসরটি মাঠে গড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ ‘ইংল্যান্ড সিরিজের আগে আমরা বিসিএলের কিছু ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। সম্ভবত ২০ আগস্ট থেকেই বিসিএল শুরু হবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আমাদের খেলোয়াড়রা যদি খেলতে পারে তাহলে ছেলেদের আত্মবিশ্বাস লেভেলটা উঁচুতে থাকবে। আশা করছি বিসিএলে জাতীয় দলের সব ক্রিকেটারকে এবার পাওয়া যাবে।’
বছরে অর্ধকোটি টাকা অ্যাপিয়ারেন্স ফি বিসিবিকে দিতে হবে জমা, সঙ্গে ক্রিকেটারদের ম্যাচ ফি, উন্নত আবাসন, আভ্যন্তরীণ যাতায়াত এবং দৈনিক হাত খরচার যোগানÑ সব মিলিয়ে এক একটি ফ্রাঞ্চাইজিকে খরচ করতে হয় প্রায় দেড় কোটি টাকা। অথচ, যাদের অর্থায়নে আয়োজিত হচ্ছে আসরটি, তাদের মতামত না নিয়েই বর্ষা মৌসুমে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত শুনে বিস্ময় প্রকাশ করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোনের ডিরেক্টর অপারেটিভ উদয় হাকিমÑ ‘২০ আগস্ট থেকে বিসিএল হবে, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ ব্যাপারে আমাদেরকে কিছুই জানানো হয়নি। তাছাড়া ওই সময়ে তো মাঠগুলো খেলার জন্য উপযুক্ত থাকবে না।’
২০১২ সালে যে লক্ষ্য নিয়ে প্রবর্তিত হয়েছিল বিসিএল, তা ধাক্কা খেয়েছে পরবর্তীতে। সর্বশেষ মৌসুমে তারকাদের অংশগ্রহণ ছাড়াই মাঠে গড়িয়েছে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই আসর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজকে সামনে রেখে বিসিএল স্থগিত করে ফ্রাঞ্চাইজিদের বিরাগভাজন পর্যন্ত হতে হয়েছে বিসিবিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২০ আগষ্ট থেকে বিসিএল

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ