Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ বছরের চুক্তিতে বেতন বাড়ল নির্বাচকদের

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ফারুকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। চুক্তিহীন নির্বাচক কমিটি তারপরও চালিয়ে নিয়েছে ৬ মাস। দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচক প্যানেলের বিরোধীতা করায় ফারুক অধ্যায়ের যবনিকা হয়েছে। বিসিবি’র সর্বশেষ পরিচালনা পরিষদের সভায় মিনহাজুল আবেদিন নান্নুকে প্রধান নির্বাচক করে তিন সদস্যের নির্বাচক কমিটি ঘোষিত হয়েছে। তবে নুতন তথ্য, নির্বাচক কমিটির তিন সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন এবং জুনিয়র এজ গ্রæপ থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র নির্বাচক কমিটিতে ঠাঁই পাওয়া সাজ্জাদ হোসেন শিপনের সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি এবং এই চুক্তি কার্যকর হচ্ছে এ মাস থেকেই। ২০১৮’র জুন পর্যন্ত মেয়াদ তাদের। নুতন এই চুক্তিতে তিন নির্বাচকের বেতন বেড়েছে ১০ শতাংশ। গতকাল সিইও’র সঙ্গে নির্বাচকদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ ‘আজকে সিইও’র সঙ্গে ওদের (নির্বাচক) মিটিং হয়েছিল। হয়তো ওদের চুক্তিটা হয়ে গেছে। দুই বছরের জন্য চুক্তি হচ্ছে ১ জুলাই থেকে।’ সুসংবাদটি দিয়েছেন নান্নু নিজেওÑ ‘২ বছর মেয়াদে আমাদের দায়িত্ব এই মাস থেকেই শুরু হয়েছে। আগের চেয়ে ১০ পার্সেন্ট হারে বেতন বাড়ানো হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২ বছরের চুক্তিতে বেতন বাড়ল নির্বাচকদের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ