Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুরে ঘুরে রোগী দেখবে মেডিবট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

মানুষ থেকে মানুষে সহজেই সংক্রমিত হওয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন চিকিৎসক-নার্সসহ সবধরনের মেডিকেল কর্মীরা। তাদের এই ঝুঁকি কমাতে চমৎকার একটি রোবট তৈরি করেছেন মালয়েশিয়ার বিজ্ঞানীরা। এর নাম দেয়া হয়েছে ‘মেডিবট’। দেড় মিটার উচ্চতার রোবটটি দেখতে অনেকটা ব্যারেলের মতো। এটি হাসপাতালের ওয়ার্ডগুলোতে ঘুরে ঘুরে করোনা আক্রান্ত রোগীদের তথ্য সংগ্রহ করতে পারবে। রোববটির গায়ে রয়েছে লাইভ ক্যামেরা ও স্ক্রিন। ফলে সামনে না গিয়েও রোগীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন চিকিৎসকরা। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির গবেষকদের তৈরি মেডিবটে রয়েছে থার্মোমিটারও। এটি দিয়ে সে রোগীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারবে। রোবটটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ৯২ হাজার টাকার মতো। মালয়েশিয়ায় গত কয়েকদিনে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ৬৮৬ জনের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস, মারা গেছেন অন্তত ৭৬ জন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেডিবট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ