Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মণিরামপুরের করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মী চিকিৎসা নিচ্ছেন লক ডাউন শ্বশুর বাড়িতে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৪:২৫ পিএম | আপডেট : ৪:৪২ পিএম, ১৩ এপ্রিল, ২০২০

যশোর জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত মণিরামপুরের স্বাস্থ্যকর্মী তার শ্বশুর বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ওই বাড়ির এলাকা লক ডাউন করা হয়েছে বলে জেলা প্রশাসক শফিউল আরিফ সোমবার বিকালে দৈনিক ইনকিলাবকে জানান। তিনি বলেন, ওই বাড়ির আশেপাশের এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য কর্মী মণিরামপুরের উপজেলার পেছনে যে বাসায় ভাড়া থাকতেন সেটিও লকডাউন করা হয়েছে।

যশোর সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন জানান, মণিরামপুরের মেডিক্যাল অফিসার ডাঃ অনুপ কুমারসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ১০জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রোববার বিকালে হোম কোয়ারেন্টাইনে থাকা স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ হয়। করোনা আক্রান্ত রোগীকে যশোর টিবি ক্লিনিকের করোনা ওয়ার্ডে রাখার কথা কিন্তু মণিরামপুরের মুজগনি তার শ্বশুর বাড়িতে রাখা হলো কেন-এই প্রশ্নের জবাবে সিভিল সার্জন বললেন, যেহেতু আক্রান্তের মাত্রা একেবারেই কম আর স্বাস্থ্য কর্মীও যশোরে আসতে অনিচ্ছুকসহ প্রাথমিক পর্যায়ের বিষয়টি বিবেচনা করে একটু অবজারভেশনে রেখে সাবধানতার সাথে চিকিৎসা দিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ