মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের তালেবান গোষ্ঠী জানিয়েছে, তারা আফগান সরকারের ২০ জন কারাবন্দিকে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে। আফগানিস্তানে প্রায় ভঙ্গুর হয়ে পড়া শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর এই প্রথম তালেবানের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
আজ (রোববার) এক টুইটার বার্তায় তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন বলেন, কাবুল প্রশাসনের ২০ জন বন্দিকে আজ মুক্তি দেয়া হচ্ছে। তিনি বলেন, আফগানিস্তানের দক্ষণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিনিধির কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। গত সপ্তাহে কাবুল সরকারের সঙ্গে শান্তি আলোচনা থেকে তালেবান বের হয়ে যাবার পর এটা বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবান গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী বছরের জুলাই মাসের মধ্যে আমেরিকা এবং বিদেশি সৈন্যদেরকে আফগানিস্তান থেকে চলে যেতে হবে। তবে এই জন্য তালেবানকে কাবুল সরকারের সঙ্গে আলোচনা করতে হবে এবং নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের গ্যারান্টি দিতে হবে।
এদিকে গত ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় কথিত যে শান্তি চুক্তি হয়েছিল সেখানে আফগান সরকারের কোনো অংশগ্রহণ ছিল না। তবে চুক্তি অনুসারে আফগান সরকারকে ৫ হাজার তালেবান বন্দিকে মুক্তি দিতে হবে। অন্যদিকে তালেবান এর বিনিময়ে এক হাজার সরকারপন্থি বন্দিকে মুক্তি দেবে। এদিকে আফগান সরকার গত বুধবার পর্যন্ত ৩০০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।