Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড্ডাবাজদের ধরতে ড্রোন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

আকাশে উড়ছে ড্রোন। তাতে ভিডিও ধারণ চলছে। নির্দেশনা না মেনে ঘরে বাইরে আড্ডারতদের চিহ্নিত করতে এমন ব্যবস্থা নিয়েছে পুলিশ। গতকাল কোতোয়ালী থানা এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নগরীর পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, আলকরণ, কাজির দেউড়ি, ব্যাটারি গলি, হাজারী লেইন, জামাল খান এলাকার ভিডিও ধারণ করা হয়েছে। যারা নির্দেশনা না মেনে রাস্তায় নেমেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা জটলা পাকাচ্ছে। বেশ কয়েকজনকে ধরে থানায় এনে তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে। এখন থেকে আর কাউকে ছাড় দেয়া হবে না। যারাই রাস্তায় নামবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রোন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ