বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার সান্তাহার পৌরসভায় ১০ টাকা কেজির সরকারি চালের চাহিদার তুলনায় বরাদ্দ কম। চাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছে অনেকে। যারা সরকারি বেসরকারি ত্রাণ পাচ্ছেন তারাই ভিড় করে লাইনে দাড়িয়ে চাল নিচ্ছেন। অল্পসময়ে চাল দেয়া শেষ হয়ে যাচ্ছে। ফলে মধ্যবিত্ত পরিবারের অনেকের ভাগ্যে ত্রাণ বা ১০ টাকা কেজির চাল জুটছে না। এতে কষ্টে দিন কাটাচ্ছেন মধ্যবিত্ত পরিবারের ভুক্তভোগী অনেকে।
অসহায় মানুষদের জন্য সরকার ত্রাণ ও ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচি ঘোষণা করে। সারাদেশের ন্যায় সান্তাহারেও সরকারিভাবে ত্রাণ বিতরণ শুরু হয়। এরপর আবার গোটা পৌরসভার জন্য খাদ্যবান্ধব ১০ টাকা কেজি চাল গত বৃহস্পতিবার থেকে ৬ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে একদিন পর পর এক টন করে দুই টন চাল বিক্রি শুরু হয়। ভোটার আইডি কার্ড নিয়ে যে আগে লাইনে দাড়াচ্ছে তাকেই ৫ কেজি চাল দেয়া হচ্ছে। ফলে মধ্যবিত্ত পরিবারের অনেকের ভাগ্যে জুটছে না এ চাল।
সান্তাহার পৌরসভায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। সেখানে মাত্র ২ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে তাও আবার একদিন পরপর। যা চাহিদার তুলনায় অপ্রতুল। ভুক্তভোগীরা ৯ ওয়ার্ডে ৯ টন চাল বরাদ্দের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।