Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে বাঁশ কাঠ দিয়ে অবৈধ লকডাউন

দ্রুত অপসারনের নির্দেশ ইউএনওর

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৮:৪৯ পিএম

একদিকে করোনা ও নানাবিধ অসুখ বিসুখ অন্যদিকে খাদ্যাভাবের আশংকায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ যখন আতংকিত ও ভীতসন্ত্রস্ত ঠিক তখনই অতি উৎসাহী কিছু যুবক শ্রেণির লোক ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় বাঁশ কাঠ দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে জন দূর্ভোগ বাড়িয়ে দিয়েছে। এখন ঐ এলাকায় জরুরি খাদ্য পণ্য, ঔষধপানি সরবরাহ কিংবা ফায়ার সার্ভিসের গাড়ী ও এ্যাম্বুল্যান্স যাবার উপায় নেই। এই জন দূর্ভোগের শিকার হয়েছে ঈশ্বরদী শহরের আলহাজ্ব ক্যাম্প, নূর মহল্লাহ, বাবুপাড়া, সাহাপুর ইউনিয়নের বাঁশের বাদা, ছলিমপুর ইউনিয়নের মানিকনগর, লক্ষিকুন্ডা ইউনিয়ের কামালপুর গ্রামের হাজার হাজার মানুষ। তাদের ভাষায় লকডাউন করা হয়েছে।
এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এধরনের লকডাউন করার এখতিয়ার তাদের নেই। এটা অসৎ উদ্দেশ্যেে করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমিত যাতে না হতে পারে সে ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এইসব তথাকথিত লকডাউন প্রত্যাহার করে রাস্তা গুলো চলচলের উপযোগী করার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের। নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হা গ্রহণ করা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ