Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণ নিয়ে এলাকায় এলাকায় ঘুরছেন ববি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৮:৪১ পিএম

ঢাকাসহ সারা দেশেই চলছে অঘোষিত লকডাউন। এতে অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। আপদকালীন এ সময়ে তাদের পাশে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই তালিকায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

ঢাকার নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এলাকায় এলাকায় ঘুরছেন এই নায়িকা। গত কয়েকদিন ধরে রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, কমলাপুরসহ বেশ কয়েকটি এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করছেন ‘রাজা বাবু’র এই নায়িকা।

ববি বলেন, এ অবস্থা কতদিন চলবে, তা কেউ জানেনা। দেশের নিম্ন আয়ের মানুষেরা বিপদে আছেন। দেশের এই ক্রান্তি লগ্নে যার যার সামর্থ অনুযায়ী বিপদগ্রস্থ মানুষের পাশে এগিয়ে আসা উচিত। বলতে পারেন আমি আমার দায়িত্ব থেকেই কাজটি করছি।

ববি আরও বলেন, আমরা যারা মিডিয়াতে কাজ করি, তাদের ভক্ত-সমর্থক আছেন। আমাদের দেখে উৎসাহিত হয়ে তারাও অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন। এছাড়া আমাদের সহকর্মীরাও একজনের দেখা দেখি এগিয়ে আসতে পারেন। আমি মনে করি আপদকালীন এ সময়টিতে বঞ্চিত ও অসহায়দের পাশে থাকা খুবই জরুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ