বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাস প্রতিরোধ, হতদরিদ্রদের মাঝে ত্রাণ জরুরী ভিত্তিতে পৌঁছে দেওয়ায়, এলাকা ভিত্তিক লকডাউন নিশ্চিত করা, করোনা রোগী সনাক্ত ও লাশ দাফনের ব্যবস্থাসহ সকল ধরনের পরিস্থিতি মোকাবিলায় হাতিয়া উপজেলায় কুইক রেসপন্স টিম গঠন করেছে উপজেলা প্রশাসন।
রবিবার সন্ধায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এলাকা ভিত্তিক ১২টি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২জন চিকিৎসককে বিভিন্ন টিমের প্রধান করে টিম গঠন করা হয়েছে। উপজেলার কয়েকটি ইউনিয়নে নদী পার হয়ে যেতে হয়। এছাড়াও কিছু ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ হওয়ায় জরুরী মহুর্ত্বে উপজেলা সদর থেকে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এজন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যারা স্ব স্ব দায়িত্ব প্রাপ্ত এলাকায় করোনা পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত কাজ করবে।
কমিটিতে চিকিৎসক ছাড়াও একজন উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তা, দুইজন পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার জন প্রতিনিধিদের এ কমিটির অর্ন্তভূক্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।