Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২তম সন্তানের জন্ম দিলেন তিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনা পরিস্থিতিতে লকডাউনের সময়ে ব্রিটেনের সবচেয়ে বড় পরিবারে ২২তম অতিথি পৃথিবীতে এসেছে। মিরর অনলাইন জানিয়েছে, ৪৫ বছর বয়সী সু রেডফোর্ড অনেক ‘বাধা’ পেরিয়ে হাসপাতালে গিয়ে গত শুক্রবার ১১তম মেয়ের জন্ম দেন। তার ঘরে ছেলে আছে আরও ১১ জন। নতুন অতিথির আগমন উপলক্ষে রেডফোর্ডকে অনলাইনে বিশালাকৃতির পিৎজা অর্ডার দিতে হয়। রেডফোর্ডের স্বামী ৪৯ বছর বয়সী নোয়েল জানিয়েছেন, নতুন মেয়ের এখনো নাম রাখা হয়নি। রেডফোর্ড সাংবাদিকদের বলেন, ‘ভাইরাসের ভেতর হাসপাতালে যেতে পারব কি না, তা নিয়ে চিন্তায় ছিলাম। নোয়েল আমার সঙ্গে থাকতে পারবে কি না, তা নিয়েও শঙ্কা ছিল।’ রেডফোর্ড ১৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। সেই থেকে নিয়মিত বিরতিতে মা হচ্ছেন। পরিবারের খবর জানাতে খুলে বসেছেন ইউটিউব চ্যানেল। সেখানে নিয়মিত আপডেট দেন। মিরর অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২২তম-সন্তান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ