মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লকডাউনের কড়াকড়ির মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক বৃদ্ধ তার নবজাতক নাতনিকে দেখতে ছুটলেন পায়ে হেঁটে। টানা ছয় কিলোমিটার হাঁটার পরও চোখমুখে ক্লান্তির ছাপ নেই! কাঁচের জানালার বাইরে থেকে নাতনিকে দেখেই দাদা আনন্দে আটখানা। পরে সেই খবর, ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নবজাতকের বাবা জশুয়া গিলেট। ক্যাপশনে লেখেন- মেয়ে হওয়ার পর প্রথমেই বাবাকে খবর পাঠাই। বাবা আমার মেয়েকে কোলে নেয়া তো দূরের কথা, এত দূর এসে দেখবেন কীভাবে? তার পরেই দাদার এই কীর্তি! জানালা দিয়ে এক গাল হেসে তিনি তাকিয়ে নাতনি এলিয়ানার দিকে। সবাই ধন্য ধন্য করছেন দাদাকেই। শুধু একদিন নয়, রোজ এভাবেই নাতনিকে দেখতে ছয় কিলোমিটার পথ পেরিয়ে আসছেন বৃদ্ধ। জশুয়া বলেন, তার বাবা আসছেন। জানালা দিয়ে হাসিমুখে চেয়ে রয়েছেন নাতনির দিকে। তার পর আস্তে আস্তে ফিরে যাচ্ছেন। কিন্তু কোলে নিতে পারছেন না। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।