Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ কর্মকর্তার হাতে কোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

লকডাউন মানতে বলায় পুলিশের উপরে হামলা চালিয়েছে একদল লোক। তাদেরই একজন অস্ত্র দিয়ে এক পুলিশ কর্মকর্তার হাতে কোপ মারে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে ভারতের পাঞ্জাব প্রদেশের পাতিয়ালার একটি সবজি বাজারে। খবরে প্রকাশ, হরজিৎ সিংহ নামে পুলিশে ওই এএসআইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। এদিনের হামলায় আহত হয়েছেন আরো দুই পুলিশ কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, লকডাউন ঠিকমতো মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখার সময়ই পুলিশের উপরে হামলা চালায় ওই লোকগুলো। পাঞ্জাবের পুলিশ প্রধান দিনকর গুপ্তা টুইট করে জানিয়েছেন, ‘একদল লোক কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং পাতিয়ালার সবজি মান্ডির এক মান্ডি বোর্ড কর্মকর্তার উপরে হামলা চালায়। হামলায় হাত কেটে যাওয়া এএসআই হরজিৎ সিংহকে চন্ডীগড়ের পিজিআইয়ে পৌঁছে দেয়া হয়েছে।’ এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ