Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক জনের মৃত্যু সাড়ে ৩ হাজার মানুষ কোয়ারেন্টিনে চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৭:০৬ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় মৃত এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর তার চিকিৎসা, দাফন-জানাজায় অংশ নেয়া লোকজনসহ সংস্পর্শে আসা ৩৯৭ পরিবারের প্রায় সাড়ে ৩ হাজার মানুষকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ঢেমশা এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়।
শনিবার নমুনা পরীক্ষার রিপোর্টে ৬৯ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়।
এই খবর পেয়ে শনিবার রাতে এলাকা লকডাউন করা হয়। রোববার সকাল থেকে তার সংস্পর্শে আসা লোকদের তালিকা করা হয়েছে। তাদের সবাইকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিন পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
হোমকোয়রেন্টাইনে নিশ্চিত করতে পাড়ার প্রবেশ পথে পুলিশ পাহারা বসানো হয়েছে। আগামী ১৪ দিন সেখানে কেউ ঢোকতে বা বের হতে পারবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ