Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভক্তদের সতর্কবার্তা দিলেন সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৬:১১ পিএম

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। ভারতেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটি ২১ দিনের লকডাউন চলছে। এই অবস্থায় পানভেলের বাগান বাড়ি থেকে ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরতে পারছেন না সালমান খান। ফলে পানভেলের বাগান বাড়িতেই আপাতত আটকে রয়েছেন তিনি। এ অবস্থায় সতর্কবার্তা দিলেন এ অভিনেতা।

১৯৭৫-এর বলিউড ছবি 'শোলে'-র সংলাপ সামান্য বদলে নিয়েছেন নিজের মতো করে। তারপর সেই সংলাপ পৌঁছে দিয়েছেন অনুরাগীদের কাছে। রমেশ সিপ্পির 'শোলে'-র বিখ্যাত সংলাপ ছিল, 'যো ডর গ্যয়া সমঝো ও মর গ্যয়া?' তাকেই নিজের মতো করে বলেছেন সালমান খান।

তিনি বললেন, এই সংলাপ এই দুর্দিনের জন্য নয়। আমরা ভয় পেয়েছি। তাই বেঁচে গেছি!

সালমান তার ভক্তদের সতর্কবার্তা দিয়ে ভিডিওতে বলেন, এখন ভয় পাওয়ার সময়। ভয় পেয়ে বাড়িতে থাকার সময়। জমায়েতে যোগ না দেওয়ার সময়। নিজের মতো করে কাটানোর সময়। সামাজিক দূরত্ব মেনে চলার সময়। এই সময় বীরপুরুষের মতো কেউ সমস্ত নির্দেশ না মানলে ভুগতে হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ