Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

অনির্দিষ্টকাল বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৪:০৩ পিএম

করোনাভাইরাসের কারনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা। রোববার বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস বিশ্বব্যাপি মহামারী আকারে ছড়িয়ে পড়ায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে।
এছাড়া চলতি মাসের শেষ সপ্তাহে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এতে আরো বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা শুরু হওয়ার পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অফিস (জরুরী সার্ভিস ব্যতিত) আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ