Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে মৃত প্রবাসী শাহ আলম করোনায় আক্রান্ত ছিলেন

মোযযাম্মিল হক, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৩:২৮ পিএম

গত ৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়র নাসিরনগর উপজেলা পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহআলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়ার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা আক্রান্ত ছিলেন বলে আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই প্রবাসী গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। এরপর নাসিরনগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন তিনি। পরবর্তীতে ৪ এপ্রিল কিছুটা অসুস্থতা বোধ করলে তার শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরীক্ষায় টাইফয়েড ধরা পড়ে, তবে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। এরপর ৭ এপ্রিল রাতে একই ইউনিয়নের জেঠাগ্রাম শ্বশুরবাড়িতে জ্বর.কাশি ও শ্বাস কষ্ট দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার নমুনা পরীক্ষার রিপোর্ট পান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রবাসী শাহ আলমের নিজ বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। পাশাপাশি পূর্বভাগ ও গোকর্ণ ইউনিয়নের মানুষজনের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারী করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার ব্যক্তির পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাকে চিকিৎসা দিতে গিয়ে আবাসিক মেডিকেল অফিসার ও জরুরী বিভাগে চিকিৎসক কার সম্পর্শে এসেছেন। এবিষয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রবাসী শাহআলমের করোনা ভাইরাসে আক্তান্ত হয়ে মৃত্যু বরণ করেছে বলে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফীও নিশ্চিত করেছেন।



 

Show all comments
  • আবদুর রাফি ১২ এপ্রিল, ২০২০, ৪:০৬ পিএম says : 0
    ১৮ মার্চ-৪ এপ্রিল =১৭ দিন পর করোনা দেখা দিল। ৭এপ্রিল= +৩ দিন মোট বিশদিন পর করোনা ধরা পড়েছে এটা কেন বাংলাদেশের করোনা বেশি দিন সুপ্ত থাকে? চোর আছে গবেষক নাই। এই দেশে তাই হচ্ছে মনে হয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ