Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে কর্মহীন-দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৩:০৮ পিএম

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দোশে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম কর্তৃক ও জেলা আওয়ামীলীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের অর্থয়নে ৮শত দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী শনিবার সকাল ১১ টায় আনন্দ বাজারে, সোনাপুর ও নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ করা হয়েছে। দেশে করোনা ভাইরাস সংক্রমনের ফলে ৮ শত কর্মহীন ও দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে খাদ্য বিতরণের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকরুজ্জামান মুকুট, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান আলী, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাদশা আলমগীর নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজিজ ইকবল, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতি পরিবারকে ১০ কেজি চাউল, তিন কেজি আলু ও এক কেজি করে ডাউল বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ