বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গাজীপুরে দেড় শতাধিক ব্যক্তিকে রোববার (১২ এপ্রিল) ভোর থেকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তদের মধ্যে গাজীপুরের সিভিল সার্জন ও তার অফিসের ১২ কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১৩ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার গাজীপুর মহানগরীর চারজন ও কাপাসিয়ার এক ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস পজিটিভ এসেছে। ওই পাঁচজনের মধ্যে তার অফিসের নাইটগার্ডও রয়েছেন। করোনা রোগীরা যাদের সংস্পর্শে আসেন তাদেরও সংক্রমণের সম্ভাবনা থাকে। এজন্য তিনি ও তার অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১৫০ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।