Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট ল্যাবে পরীক্ষায় প্রথম করোনা রোগী সুনামগঞ্জের এক নারী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১:২৯ পিএম

সুনামগঞ্জের এক নারী সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষার ল্যাবে কোভিড-১৯ এর পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে দিয়ে সিলেটে স্থাপিত ল্যাবে পরীক্ষায় প্রথম কারো শরীরে করোনার অস্তিত্ব প্রমান হলো। আজ রবিবার ঢাকার আইইডিসিআর ফোন করে এ তথ্য জানেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান। করোনা ভাইরাসে আক্রান্ত নারীর বাড়ি জেলার দোয়ারা বাজার উপজেলায়। এদিকে আজ বিকেলে লক ডাউন ঘোষণার সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জকে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, কয়েকদিন আগে সন্দেহভাজন নারী রোগীর নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। রবিবার রিপোর্ট আসে মহিলা করোনা ভাইরাস পজেটিভ। এর পরেই বাড়িটি লকডাউন করা হয়। তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। তবে নারীর বয়স অথবা অন্য কোন পরিচয় দিতে রাজি হননি তিনি। তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে ১৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, আজ বিকেলে করোনা নিয়ে জরুরি বৈঠক আছে। তিনি জানান, করোনা সনাক্ত হওয়া রোগীর বাড়িতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে, রোগীর সার্বিক অবস্থা জানার জন্য, যদি তার শারীরিক অবস্থার যদি অবনিত হয়, তাহলে তাকে আইসোলেশনে ভর্তি করা হবে। সুনামগঞ্জের আক্রান্ত নারীর পরীক্ষা হয়েছে সিলেটে। এই নারীর করোনা পজেটিভ হ্ওয়ার মধ্যে দিয়ে সিলেট ল্যাব নিয়ে সন্দেহের অবকাশ আপাতত মিমাংসিত হয়েছে। কারন গত মঙ্গলবার থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে শুরু করা হয়েছে কোভিড-১৯ এর পরীক্ষা। সন্দেহভাজন ব্যক্তিদের শরীরের রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা এ ল্যাবে এনে পরীক্ষা করা হয়। প্রথম দিনে ৯৪টি, দ্বিতীয় দিনে ২৪টি এবং তৃতীয় দিনে ৪৮টি নমুনা পরীক্ষা করে করোনা পাওয়া যায়নি। এছাড়া চতুর্থ দিনে, গত শুক্রবার আরো ৪৭ জনের নমুনায় করোনা মেলেনি। শনিবার আরো কতজনের পরীক্ষা করার পর এ ল্যাবে ধরা পড়লো প্রথম করোনা রোগী। সিলেটে স্থাপিত ল্যাবে প্রতিদিন ফলাফল নেগেটিভ আসায় মানুষ কিছুটা সন্দেহের মধ্যে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ নিয়ে নানা মন্তব্য করতেও দেখা গেছে। অনেকের ধারণা ছিল ল্যাবের পরীক্ষায় কোন ত্রুটি হয়তো আছে। কিন্তু আজ একজনের ফলাফল পজেটিভ আসায় আপাতত অবসান হয়েছে নেতিবাচক ভাবনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ