Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

গোবিন্দগঞ্জে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১:২৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার রংপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার মাধ্যমে তার করোনা পজেটিভ নিশ্চিত হওয়া গেছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ব্যক্তি কয়েকদিন পূর্বে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে। করোনা উপসর্গ দেখা দেওয়ায় দুইদিন পূর্বে নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়। শনিবার পরীক্ষায় তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টানে থাকতে বলা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন জানান, প্রশাসনের পক্ষ থেকে আজ ১৬জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরো যারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছে তাদের শনাক্তের কার্যক্রম চলছে। শনাক্ত সম্পূর্ণ হলে সবাইকে কোয়ারেন্টানে রাখা হবে।
এদিকে, এলাকাবাসীকে আতংকিত না হয়ে সচেতন থাকতে প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ