Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে সিলেট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১:১২ পিএম

বাড়ছে করোনা সন্দেহভাজন রোগী সিলেটে। ১২ জন রোগী ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এদের মধ্যে ৮জন পুরুষ ও ৩ জন নারী। তবে অপর একজন পুরুষ না নারী এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এই ১২ জনের মধ্যে ৩ জনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। সূত্র জানিয়েছে, হাসপাতালে ভর্তি ১২ জনের মধ্যে বেশীরভাগই সিলেট সদর উপজেলার বাসিন্দা। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, গেছে, গতকাল শনিবার পর্যন্ত হাসপাতালে করোনা সন্দেহে রোগী ছিলেন ১১ জন। আজ রবিবার আরেকজনকে করোনা সন্দেহে ভর্তি করা হয়েছে। তাদের সবার শরীরে জ্বর, সর্দি, কাশি রয়েছে। হাসপাতালে এক সাথে করোনা সন্দেহের এত রোগী ভর্তি ছিলেন না পূর্বে । ১২ জন ভর্তি থাকায় সিলেটের মানুষের মাঝে বাড়ছে আতঙ্ক। তাদের সবার নমুনা পরীক্ষা করে ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষার ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে তাদের কারো শরীরে করোনাভাইরাস আছে কি-না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ