গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর হাইস্কুল এন্ড কলেজের ৬০জন শিক্ষক-কর্মচারী প্রায় দশ মাস যাবত বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এই বিষয়ে শিক্ষক-কর্মচারীরা শিক্ষা মন্ত্রাণালয়সহ বোর্ড অফিসে একাধিকবার স্মারকলিপি দিয়ে ও কোন ফল পাননি।
স্কুলের শিক্ষিকা ফারহানা আফরোজ বলেন, আমরা বেশিরভাগ শিক্ষকই এমপিওভুক্ত। তারপরেও আমাদের বেতনের বিষয়টি সুরাহা হচ্ছে না। স্কুলটির প্রধান শিক্ষিক মনিজা রহমান অবশ্য অন্যকথা বলেন। তিনি বলেন, নোংরা রাজনীতির কারণে এই অবস্থা দাঁড়িযেছে। স্কুল কমিটির বর্তমান সভাপতি একটি রাজনৈতিক দলের হয়ে প্রভাব খাটিয়ে স্বেচ্ছাচারিতা করছেন। বেতন বিলের কোন কাগজে স্বাক্ষর না করে ১০ মাস যাবত বেতন আটকে দিয়েছেন। সভাপতির স্বেচ্ছাচারিতায় অযোগ্য শিক্ষকদ্বারা স্কুলটি পরিচালনার জন্য আজ স্কুলের শিক্ষা ব্যবস্থা শুণ্যের কোঠায়। আগে ২২০০ শিক্ষার্থী স্থলে এখন মাত্র ৮০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
স্কুলটির গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার আজহার বলেন, বর্তমান প্রধান শিক্ষিকা একটি রাজনৈতিক দলের নিয়োগপ্রাপ্ত। এজন্যই তিনি বেতন বিলে স্বাক্ষর করছেন না। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তিনি আদালতে একটি রিট পিটিশন মামলা করেছেন বলেও জানান। এমনি পরিস্থিতিতে ৬০জন শিক্ষক-কর্মচারী প্রধানমন্ত্রীর দফতরে আবেদন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।