Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাঘায় তাবলীগ ফেরত মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

তাবলিগ জামাত থেকে ফিরে রাজশাহীর বাঘায় মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। রাজশাহী জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া ব্যক্তির ছেলে বাঘা উপজেলা মসজিদের ইমাম। তারা বাবা-ছেলে দু’জনই ৪০ দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। 

তাদের তাবলিগ থেকে ফেরার কথা জানতে পারেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজা। তিনি তাদের স্থানীয় একটি মাদরাসায় ১৪ দিন আলাদাভাবে থাকার নির্দেশ দেন। সেখানেই তিন দিনের মাথায় বুধবার ওই ব্যক্তির মৃত্যু হয়। এলাকায় গুজব ছড়িয়ে পড়ে, তিনি ভারতে ইজতেমায় গিয়েছিলেন। অনেকেই সন্দেহ করেছিলেন, তিনি হয়তো করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তার করোনার কোনো লক্ষণ ছিল না। হঠাৎ করে অসুস্থ হয়ে তিনি মারা যান।
জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে নিশ্চিত হয়েছে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ