Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে একদিনে জ্বর, গলাব্যাথা,শ্বাসকষ্ট জনিত কারণে দুইজনের মৃত্যু, আতঙ্কে মানুষ

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৮:২২ পিএম

ফেনীতে জ্বর গলাব্যাথা ও শ্বাসকষ্ট জনিত কারণে আজ দুইজনের মৃত্যু হয়েছে। একদিনে দুইজনের মৃত্যুতে ফেনীতে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, ফেনীর পরশুরামে শ্বাসকষ্টজনিত কারণে আমান উল্ল্যাহ্ নামের ২০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। আমান পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। সে পরশুরাম পৌরসভার ৫নং ওয়ার্ডের কোলাপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই ছেলেটির শ্বাসকষ্ট সমস্যা ছিল। গত শুক্রবার হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়ার পথে তার মৃত্যু হয়। গত কয়েকদিন যাবত সে স্থানীয় সরকার দলীয় নেতা কর্মীদের সাথে ত্রাণ বিতরণ কার্যক্রমের সাথে জড়িত ছিল।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইন্দ্রজিত ঘোষ কণক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, কোভিড-১৯ নিরূপণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বিকালে তা পরীক্ষার জন্য চট্রগ্রামের সীতাকুন্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে করোনা আক্রান্ত কিনা তা বোঝা যাবে।
তিনি বলেন, মৃত ব্যক্তির পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করা হয়েছে।
স্থানীয় কাউন্সিলর এনামুল হক এনাম জানান, পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আমানের বাড়ির লোকজনকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার জানান, আগে থেকেই আমান উল্লাহ’র শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। তার শরীরে করোনা সংক্রমণ ছিল কিনা নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে একইদিন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্দি গ্রামে ফিরোজা বেগম(৪৭) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সে গত ১৫ দিন যাবত প্রচন্ড গলাব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছেন। গত কয়েকদিন আগে স্থানীয় গ্রাম্য ডাক্তার থেকে ঔষুধ খেয়ে কিছুটা ভালো ছিল । গত দুইদিন আগ থেকে আবার পুনরায় গলাব্যাথা বেড়ে গেছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। আজ সকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদার জানান, এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন তার শরীরে করোনার উপসর্গ ছিল কিনা তা ভালো করে দেখে তাকে জানানোর জন্য বলা হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পারি মহিলাটি গত কয়েকবছর আগে থেকেই শ্বাসকষ্ট রোগে ভুগছেন। পরে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ