Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ছেলের সামনেই খুন হলেন স্বর্ণমানব

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কুপিয়ে, পাথর দিয়ে মাথা থেঁতলে দিয়ে খুন করা হলো স্বর্ণমানবকে। ছেলের সামনেই নিহত হলেন স্বর্ণমানব নামে খ্যাতি পাওয়া ভারতের পুনে রাজ্যের ব্যবসায়ী দত্ত ফাগে। চার বছর আগে যিনি সম্পূর্ণ সোনায় তৈরি জামা পরে শিরোনামে এসেছিলেন। সেই থেকে তাঁর নাম হয়ে যায় স্বর্ণমানব বা গোল্ডম্যান। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন দত্ত ফাগে। ছেলেকে নিয়ে দাওয়াত খেতে যান তিনি। ফেরার সময় এক নির্জন রাস্তায় তাঁর গাড়ি থামানো হয়। এবং তা ঘিরে ধরে অন্তত ১২ জন দুর্বৃত্ত। এরপর গাড়ি থেকে টেনে নামিয়ে কাঁস্তে দিয়ে কুপিয়ে খুন করা হয় স্বর্ণমানব বলে পরিচিত এই ব্যবসায়ীকে। পাথর দিয়ে থেঁতলে দেয়া হয় মাথা। ২২ বছর বয়সী ছেলের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দত্ত ফাগে। পুলিশের ধারণা, আর্থিক বিবাদের জেরেই খুন করা হয় দত্তকে। ইদানীং তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক তছরুপের দায়ে মামলা চলছিল। পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, ৪৮ বছর বয়সী দত্ত ছিলেন একটি সমবায়ী সংস্থার মালিক। এছাড়া আরো নানামুখী ব্যবসাপ্রতিষ্ঠান ছিল তাঁর। বছর চারেক আগে একটি সোনার জামা বানিয়ে পরেছিলেন তিনি। ২২ ক্যারেটের সোনায় তৈরি ওই জামায় ছিল সোয়ারোভস্কির স্ফটিকের বোতাম। সঙ্গে মানানসই সোনার বেল্ট। জানা যায় ১৫ জন সোনার কারিগর মিলে বানিয়েছিল ৩.৫ কেজি ওজনের ওই জামা। দাম পড়েছিল এক কোটি টাকা। হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছেলের সামনেই খুন হলেন স্বর্ণমানব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ