Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা সিলগালা ও ২০হাজার টাকা জরিমানা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৪:৫২ পিএম

যশোর শহরের লোহাপট্রিতে শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতনকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা আবিস্কার করেছেন। আদালত কারখানা মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধার করেন ৭০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে উদ্ধারকৃত স্যানিটাইজার ধ্বংসের।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ‘অভিযানকালে দেখা যায়, তিষা ট্রেডিং কোং নামে প্রতিষ্টানটির কারখানায় নকল ৭০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছে। স্যানিটাইজার তৈরির জন্য তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই। ট্রেড মার্ক ও ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই। সূত্র জানায়, এই স্যানিটাইজার মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে এ ধরনের তৎপরতা গর্হিত অপরাধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
৫ নভেম্বর, ২০২২
২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ