Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার ৪র্থ ধাপের ৪৮ জনের রিপোর্ট নিয়ে অপেক্ষা চলছে সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৩:৩২ পিএম

সিলেট করোনার টেস্ট শুরু হওয়ার পর থেকে চার ধাপে ২৪১ জনের শরীরের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। তিন ধাপের ১৬৬ জনের কারো মধ্যে করোনা রোগ ধরা পড়েনি। সবার রিপের্ট ছিলো ‘নেগেটিভ’। এদিকে, গতকাল শুক্রবার (১০ এপ্রিল) আরও ৪৮ জনের পরীক্ষার রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে প্রকাশ করবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ বিষয়ে ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় আজ দুপুরে জানান, গত ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চারটি ধাপে মোট ২১৪ জনের শরীরের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৬৬ জনের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ আসে। তিনি বলেন, ৭ এপ্রিল প্রথমে আসে ৯৪ জনের। ৮ এপ্রিল ২য় ধাপে আসে আরো ২৪ জনের রিপোর্ট। ৯ এপ্রিল বৃহস্পতিবার ৩য় ধাপে আরো ৪৮ জনের নেগেটিভ আসার পর ১০ এপ্রিল (গতকাল) শুক্রবার আরো ৪৮ জনের রিপোর্ট পাঠানো হয়েছে ঢাকায়। আজ যেকোনো সময় এই ৪৮ জনের রিপোর্ট আসতে পারে। হিমাংশু লাল রায় বলেন, ল্যাবে এই পর্যন্ত জমা হয়েছে ৩৩৯ জনের নমুনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ