Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদ্রি

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ৩:১৮ পিএম

গফরগাঁও উপজেলার বিভিন্ন ছোটবড় হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদ্রির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে । তবে দেখার কেউ নেই। মশুরীর ডাল উন্নত মানের কেংগারো প্রতিকেজি ১শত ২০টাকার স্থলে ১শত ৪০টাকা থেকে ১শত ৫০টাকা , মাঝারী ধরনের মশুরীর ডাল প্রতি কেজি ৬০টাকার স্থলে ৮০/৮৫ টাকা , খেসারী ডাল ৭৫টাকা প্রতি কেজির স্থলে ১শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । সয়াবিন তৈল ১লিটার ৮০টাকার স্থলে ৮৫/৯৫ দরে বিক্রি হচ্ছে । অন্যান্য তৈলের দামও অনুরুপ ভাবে বৃদ্ধি পাচ্ছে । গত একসপ্তাহে আগে পাইকারি ১ কেজি পিয়াঁজের দাম ছিল ৩৩টাকা ,এখন বিক্রি হচ্ছে ৪৪/৪৫টাকা দরে । রসুন এক কেজি ৭০টাকার স্থলে এখন বিক্রি হচ্ছে ১শত টাকা । আদা প্রতিকেজি ১শত ৫০টাকার স্থলে ২শত টাকা দরে বিক্রি হচ্ছে । বিভিন্ন রকমের চালের দাম অনুরুপ ভাবে বৃদ্ধি পেয়েছে । ৪৯নং চাল ৫০ কেজি ১৭শত টাকার স্থলে ২হাজার ৩শত দরে ও মোটা চাল ৫০ কেজি ১৬শত টাকার স্থলে ২হাজার দরে বিক্রি হচ্ছে । গরুর গোছত ৫শতটাকা প্রতি কেজির স্থলে ৬শত টাকা বিক্রি হচ্ছে । তবে কাঁচা মাল কড়লাসহ বিভিন্ন তরিতরকারীর দাম কমে গেছে । গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স মামুন ষ্টোরের মোঃ মামুন জানান, পর্যাপ্ত পরিবহন না থাকায় ফলে চাহিদা মোতাবেক মালামাল আসতে পারছেনা । ফলে বাজারের কিছু কিছু পণ্য দাম বেড়েই চলছে । তবে সামনে রমজান মাস উপলক্ষ্যে পর্যাপ্ত পরিবহন থাকায় দরকার । তাহলেই বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রবাদ্রির দাম কমে যাবে । সড়ক সেলফ লক ডাউনের ভয়ে পরিবহন আসতে সাহস করছে না ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ