বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার লালমোহনে পুলিশের লাঠির আঘাতে শাহে আলম (আলী হুজুর) নামে এক মাদরাসা শিক্ষকের পা ভেঙ্গে তিন খন্ড হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায়, লালমোহন থানার ফরাসগঞ্জ ইউনিয়নের মহেশখালী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ফজর আলী দাখিল মাদরসার শিক্ষক।
মাদরাসার সভাপতি, স্থানীয় ও আহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আহত শাহে আলম মাগরিবের নামাজ শেষে তার বাসার সামনে অবস্থান করছিলেন। এমন সময় দেখেন কিছু ছেলে বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। এমন দৃশ্য দেখতে না দেখতে হঠাৎ করে তার বাসার সামনে লালমোহন থানার কয়েকজন পুলিশ দেখতে পান। তাদের মধ্যে একজন পুলিশ কোন কথা না জিজ্ঞেস করেই শাহে আলমের পায়ে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলে ঐ শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে চলে যায়।
এ ঘটনার পর পরিবার ও স্থানীয়দের সহায়তায় শাহে আলমকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগে থাকা চিকিৎসক আহতকে এক্সরে করালে রিপোর্টে দেখা যায় শাহে আলমের পায়ের মধ্যখানের হাঁড় ভেঙ্গে তিনটি টুকরো হয়ে গেছে ।
এ বিষয়ে লালমোহন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শাহে আলমের পায়ের হাঁড় খুব বেশিই ভেঙে গেছে। আমরা সাময়িক যে চিকিৎসা দেয়ার তা দিয়েছি। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া প্রয়োজন।
আহতের ভাতিজা হাসনাইন আল মুসা জানান, আমার চাচাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভোলা সদরে নেয়া হয়েছে। সারাদেশে লকডাউন থাকায় লঞ্চ ও গাড়ি চলাচল বন্ধ। তাই এখন প্রশাসন যদি সহায়তা না করে তাহলে তাকে রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য নেয়া যাচ্ছে না। সকলের সহযোগিতা কামনা করছে সামান্য বেতনে চাকরি করা পরিবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।