বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে আরও দুইজনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে সাতজন রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার চট্টগ্রামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেজ- বিআইটিআইডিতে করোনা আক্রান্ত সন্দেহে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় দুজনের সংক্রমণের বিষয়টি শনাক্ত হয়েছে হওয়ার কথা জানান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। তিনি সাংবাদিকদের বলেন, তারা দুজনই পুরুষ, একজনের বয়স ৩৫, আরেকজনের ৫০। পরীক্ষা এখনো চলমান আছে। শেষ হলে মোট কতজনের পরীক্ষা হয়েছে সেটা বলা যাবে।
পুলিশ জানায়, আক্রান্ত দুজনের একজনের বাসা নগরীর ফিরিঙ্গিবাজার সিকদার লেইনে। অন্যজনের বাসা ইস্পাহানি গোলপাহাড় এলাকায়। তারা নিজেদের বাসায় আছেন। ঠিকানা পুরোপুরি নিশ্চিত হওয়ার পর তাদের জেনারেল হাসপাতালে আইসোলেশনে নেওয়া হবে। এই সাথে এসব এলাকা লকডাউন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।