বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের হটলাইন নম্বরে কল করলে খাবার পৌছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক। শুক্রবার বিকেল থেকে তিনি এ কার্যক্রম শুরু করেছেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, পাঁচ দিন আগে করোনা সম্পর্কিত সকল বিষয়ে সরাসরি যোগাযোগের জন্য উপজেলা প্রশাসন হটলাইন নম্বর চালু করে। নম্বরটিতে গত কয়েকদিনে অসংখ্য কল আসে। এর মধ্যে দরিদ্র ও কর্মহীনরা খাবার চেয়েও কল করেন। পরে তাঁদের যাচাই-বাছাই করে শুক্রবার থেকে দরিদ্র-কর্মহীনদের খাবার দেয়া শুরু করেন ইউএনও।
বিকেলে তিনি উপজেলা সদরের আন্ধরা, মুসলিমপাড়া ও বাওয়ার কুমারজানী এলাকাসহ বিভিন্ন এলাকার ২৪ জন কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেন।
আন্ধরা গ্রামের দুলাল সরকারের স্ত্রী জানান, এতদিন কেউ তাদের খোঁজ নেননি। খাদ্যদ্রব্য পেয়ে তিনি খুবই খুশী।
একই কথা বলেন, বাওয়ার কুমারজানী এলাকার আঞ্জুয়ারা বেগম। তিনি বলেন, স্বামী দিনমজুর। কয়েকদিন কাজ নেই। এজন্য ওই নম্বরে কল দিয়েছিলেন। এরপর খাবার পেলেন। এতে তাঁদের খুবই উপকার হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, কর্মহীনদের দেয়া খাদ্যদ্রব্যের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু , ১ কেজি পেঁয়াজ ও একটি সাবান রয়েছে।
ইউএনও আবদুল মালেক বলেন, ‘হটলাইন নম্বর চালুর পর অনেকে সাহায্য চেয়েছেন। যা যাচাই-বাছাই করে সরকারি সাহায্য পৌছে দেয়া হচ্ছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।