মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকান দেশ শাদে সেনাবাহিনীর অভিযানে বোকো হারামের কমপক্ষে এক হাজার জঙ্গি নিহত হয়েছেন। গত ৩১ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে ৫২ সেনা সদস্য নিহত হয়েছেন। শাদ সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। বৃহস্পতিবার শাদ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, চাদ হ্রদের সীমান্তবর্তী এলাকাগুলোতে থাকা জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জঙ্গিদের অস্ত্র সজ্জিত বেশ কিছু গাড়ি ধ্বংস করা হয়। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজেম বারমেনদোয়া আগৌনা বলেন, গত মাসে বোকা হারামের হামলায় ১০০ সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই সেনা অভিযান চালানো হয়। বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।