Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুর্কী সেনার উপরে হামলায় ৩শ’ কোটি ডলারের প্রস্তাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

ইদলিবে যুদ্ধবিরতি ভাঙতে সিরিয়াকে প্ররোচিত করছেন আবুধাবির ক্রাউন প্রিন্স। এটি ছিল অঞ্চলটি থেকে তুরস্ককে সরানোর পরিকল্পনার অংশ। সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ কেবল তুরস্ক ও রাশিয়ার মধ্যে গত ৫ মার্চের যুদ্ধবিরতি চুক্তি আটকানোর চেষ্টা করেননি, বরং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উত্তর-পশ্চিম প্রদেশ ইদলিবে সামরিক আক্রমণ চালিয়ে পুনরায় চুক্তিটি ভেঙে দেওয়ার আহবান জানিয়েছিলেন। ক্রেমলিনে তুর্কি ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠকের আগের দিন, বিন জায়েদ আসাদের সাথে একটি চুক্তি আলোচনার জন্য তাদের একজন সিনিয়র কর্মকর্তা আলী আল-শামসিকে দামেস্কে মোতায়েন করেছিলেন। পরিকল্পনার সাথে যুক্ত স‚ত্রগুলো থেকে জানা গিয়েছে যে, সিরিয়ার বিরোধী-অধিকৃত শেষ শক্তিশালী অবস্থান ইদলিবে আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য যুবরাজ আসাদকে ৩০০ কোটি ডলার দেয়ার প্রস্তাব করেছিলেন। এর মধ্যে ১০০ কোটি ডলার মার্চ মাসেই দেয়ার কথা ছিল। এছাড়া ২৫ কোটি ডলার আগেই প্রদান করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ার মধ্যকার চুক্তি নিখুঁত গোপনীয়তার সাথে পরিচালিত হওয়ার সাথে সাথে আবুধাবি এই বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়েও উদ্বিগ্ন ছিল। গত বছরের অক্টোবরে ৭০ কোটি ডলার ম‚ল্যের ইরানি সম্পদ থেকে সংযুক্ত আরব আমিরাত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে এবং সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের পক্ষে আমেরিকার সমর্থন নিয়ে দেশ দুইটির মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুর্কী-সেনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ