Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাপাসিয়ায় ‘ছোঁয়া এগ্রো প্রোডাক্টসের সেলসম্যান করোনা ভাইরাসে আক্রান্ত

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ৬:৫৩ পিএম

কাপাসিয়ার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর গ্রামের ভিতরে অবস্থিত ‘ছোঁয়া অ্যাগ্রো প্রোডাক্টস

লিমিটেডে’র স্থানীয় এক সেলসম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার আইইডিসিআর থেকে করোনা পজেটিভ রিপোর্ট পেয়েছেন স্থানীয় প্রশাসন।
এরপর ওই ছোঁয়া অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড এবং দস্যু নারায়নপুর গ্রাম ও আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ ইসমত আরা ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম ।
ছোঁয়া অ্যাগ্রো প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি টিপু জানান, জ্বর, ঠান্ডা ও অসুস্থতার কারণে ওই সেলসম্যান এক সপ্তাহ যাবত অফিসে আসছেন না। গত শনিবার থেকে তিনি ছুটিতে রয়েছেন। ছোঁয়া
এগ্রোতে ২৩৫ জন শ্রমিক রয়েছে । এ অবস্থায় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন বলে ছোঁয়ার এমডি টিপু জানান। এ ঘটনায় দস্যু নারায়নপুর এলাকায় মানুষের মাঝে ভয় ও আতংক বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ