Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবারের লোকজনও আসেননি লাশ ধরতে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ২:৫২ পিএম | আপডেট : ২:৫৪ পিএম, ১০ এপ্রিল, ২০২০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাড়ি থেকে মাত্র ২শ গজ দূরে পড়ে থাকা মৃত খাইরুল আলম হিরোর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ পাওয়াগেছে।

শুক্রবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলার করোনা বিষয়ক প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম জানান, হিরোর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টায় প্রচণ্ড জ্বর ও ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। পরে ভোরেই অ্যাম্বুলেন্সে শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তার লাশ ওঠানোর চেষ্টা করলে আশপাশের লোকজনের বাধায় সেটা ফেলে রেখেই চলে যান চালক। ওই সময়ে পরিবারের লোকজনও আসেননি ধরতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ