Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর দুমকিতে কোয়ারান্টিনে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিল

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১১:৪৯ পিএম

আজ বিকেল আনুমানিক তিনটার দিকে জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুলাল চৌকিদার(৩০) নামে এক যুবক ও কোয়ারান্টিনে থাকা অবস্থায় মারা গেছেন । মৃত দুলাল চৌকিদার সোবহান চৌকিদারের ছেলে ।
দুমকি উপজেলা নিবার্হী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস জানান দুলাল নারায়ণগঞ্জ থেকে ৫ তারিখে দুমকিতে জ্বর, সর্দি, কাশি নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে আসে ।খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে তাকে তার নিজ বাড়িতে চিকিৎসা দিয়ে কোয়ারেন্টাইন রাখেন ।গত ৭ তারিখে তার নমুনা আইইডিসিআর এ প্রেরন করা হয় । আজ বিকেল আনুমানিক তিনটার দিকে নিজ বাড়িতে দুলাল মারা যায় ।
পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম জানান, আইইডিসিআরএ যোগাযোগ করে দুমকির মৃত দুলাল হাওলাদার এর রিপোর্ট পজিটিভ বলে জানা গেছে ।
দুমকি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো: আল ইমরান জানান , শ্রীরামপুর এলাকার দুই নাম্বার ওয়ার্ড সম্পূর্ণ লক ডাউন করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, মৃতদেহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ