Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে কয়েকলাখ প্রবাসী পরিবার উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিনযাপন করছে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২০, ১০:১১ পিএম

প্রবাসী অধ্যূষিত নোয়াখালীতে কয়েক লাখ পরিবার স্বজনদের নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠার মধ্যে সময় পার করছে।

একমাত্র ইসরাইল ব্যতীত বিশ্বের প্রতিটি দেশে নোয়াখালীর কয়েক লাখ অধিবাসী জীবন জীবিকার তাগিদে অবস্থান করছে। কিন্তু বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় প্রতি মুহুর্তে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ কারনে নোয়াখালীতে প্রবাসীদের পরিবার পরিজন চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নোয়াখালীর প্রায় ৩০ হাজার পরিবার স্থায়ীভাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এছাড়া রুটি রুজির তাগিদে কয়েক লাখ বিদেশে অবস্থান করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এসব প্রবাসীর আয়ের উপর গোটা পরিবার নির্ভর করছে।

প্রবাসীর সঠিক সংখ্যা জনশক্তি কর্মসস্থান ব্যুরো কিংবা কারও কাছে নেই। বৈধ অবৈধভাবে বিদেশ পাড়ি দেওয়ায় সঠিক তথ্য কারও থেকে পাওয়া যাচ্ছেনা। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, নোয়াখালীর প্রায় ৪লাখ অধিবাসী বিদেশ অবস্থান করছে।

নোয়াখালীতে স্বজনরা প্রতি মুহুর্তে তাদের আতœীয়স্বজনের খোঁজ খবর নিচ্ছেন। প্রবাসে স্বজনদের সুস্বাস্থ্য কামনায় অনেকে নফল নামাজ, কোরআন খতম, নফল রোজা রাখা ও দানখয়রাত করছেন।

উল্লেখ্য, নোয়াখালীতে প্রবাসীরা প্রতিমাসে প্রায় শতকোটি টাকার অধিক প্রেরণ করে থাকে।
ফলে প্রবাসীদের কল্যানে নোয়াখালীতে জীবন যাত্রার মান বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ