বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মৃত এক বৃদ্ধার লাশ দাফনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠে স্থানীয়দের বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে কবর খোড়াসহ তাঁর দাফনের যাবতীয় কাজ সম্পন্ন হয়।
বুধবার সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এঘটনা ঘটে।
মৃত নুরুন্নাহার বেগম (৬৬) পৌর এলাকার জামসিং মহল্লার মফিজুল ইসলামের স্ত্রী।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, ক্যানসারে আক্রান্ত নুরুন্নাহার প্রায় পাঁচ মাসেরও বেশী সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান।
পরে বুধবার তাঁর লাশ জামসিংয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাঁর জানাজার আয়োজন করা হলে গ্রামের লোকজন আপত্তি জানান। তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফনে বাঁধা দেন। পরে পুলিশ প্রহরায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
নুরুন্নাহারের ভাগ্নির জামাতা আহসান হাবিব বলেন, তাঁর খালা শাশুড়ির লাশ হাসপাতাল থেকে আনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে স্থানীয় কোনো লোক তাঁকে একনজর দেখতেও আসেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।