বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে পবিত্র শবে বরাতের জনসমাগম এড়াতে বৃহস্পতি ও শুক্রবার (৯ ও ১০ এপ্রিল) হযরত শাহজালাল (র.) এর দরগাহ বন্ধ থাকবে। যদিও বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। কিন্তু ওই সময়ে কেউ দরগাহ এলাকায় প্রবেশ বা জিয়ারত করতে পারবেন না। করোনা সর্তকতায় এমন কড়াকড়ি । দরগাহ মসজিদে বাইরের কেউ নামাজও আদায় করতে পারবেন না। এমন তথ্য জানিয়ে দরগাহে হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন, আমরা ইতোমধ্যে দুদিনের বন্ধ ঘোষণা করে মাজারের ফটকগুলোতে ব্যানার টানিয়ে দিয়েছি। এই দুদিন কেউ মাজার এলাকায় প্রবেশ করতে পারবেন না। বাইরের মুসল্লিরা দরগাহ মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে পারবেনা। তিনি বলেন, মূলত শবে বরাতের ভিড় এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি শবে বরাতের রাতে শাহজালাল (র.) লাখো মানুষ জিয়ারতে আসেন। এবার করোনাভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে এভাবে লোকজন জড়ো হওয়া খুব ঝুঁকিপূর্ণ। তাই আমরা মাজার দু‘দিনের জন্য বন্ধ ঘোষণা করেছি। বাইরের মুসল্লিদের মসজিদে নামাজ আদায় বন্ধের প্রসঙ্গ টেনে সামুন মাহমুদ বলেন, আমাকে আজকেও কয়েকজন প্রশ্ন করেছেন, এদিকে নামাজ আদায়ে মসজিদে আজানের আহবান করা হচ্ছে অপরদিকে মসজিদে আসতে দেওয়া হচ্ছে না। আমি তাদের কোনো জবাব দিতে পারিনি। বিষয়টি আমি সিলেটের জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি ইসলামি স্কলারদের সাথে আলোচনা করে হয়তো এর একটা জবাব বের করতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।