Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার মেডিকেল ল্যাবে ৮ দিনে ৭৩ রোগীর করোনা নেগেটিভ

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৭:৪৫ পিএম

কক্সবাজারে গত ৮ দিনে ৭৩ জন সন্দেহভাজন রোগীর করোনা টেস্টে কারো রিপোর্টে পজেটিভ আসেনি। এই তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহাবুবর রহমান।

বুধবার (৮ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের করোনার ল্যাবে সন্দেহভাজন ২৪ জন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয়। তবে প্রতিটি রোগীরই রিপোর্ট এসেছে নেগেটিভ। এনিয়ে গত ৮দিনে এই ল্যাবে ৭৩ জন সন্দেহভাজন রোগীর করোনা টেস্ট হয়েছে। যাদের প্রত্যেকেরই রিপোর্ট এসেছে নেগেটিভ।

তিনি আরও বলেন, কক্সবাজারে মোট ৪৯৩ জন হোম কোয়ারেন্টানে ছিল। তাদের মধ্যে ৪২০ জনকে কোয়ারেন্টান মুক্ত করা হয়েছে। এখনো বাকি ৭৩ জন রয়েছে।

এদিকে নারায়ানগঞ্জ থেকে তাবলিগ ফেরত ১১ জনকে উখিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টান রাখা হয়েছে। এখনও পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



 

Show all comments
  • Md.Abdul Alim Khan ৮ এপ্রিল, ২০২০, ৭:৫৭ পিএম says : 0
    যন্ত্রপাতি ঠিক মত কাজ করে তো,নাকি সব রেজাল্ট অটো নেগেটিভ দেখায়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ