Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে করোনা রোগী শনাক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৩:০৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাসুদা বেগম (৩০) নামে এক নারীর দেহে করোনাভাইরাস সংক্রমণ উপস্থিতি পাওয়া গেছে। তিনি উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে তার নিজ বাড়ি দয়াকান্দায় কয়েক দিন ধরে অবস্থান করছিলেন। এই প্রথম আড়াইহাজার উপজেলায় কোনো ব্যক্তির দেহে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। তিনি নবীগঞ্জ এলাকায় বাসা বাড়িতে কাজ করতেন বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন বলেন, বন্দর থেকে এই নারী তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আমাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল হোম কোয়ারেন্টিনে থাকার জন্য। তার পরও একজন আক্রান্ত হয়ে গেলো।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও ডা. সায়মা ইসলাম ইভা বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. ইভা মুঠোফোনে জানান, মাসুদা বেগম নারায়ণগঞ্জ জেলার বন্দরের নবীগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন। এক পর্যায়ে তার সর্দি, কাশি ও জ্বর উপসর্গ দেখা দেয়। পরে ৬ এপ্রিল শ্যাপল সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়ছিল। আজ বুধবার তার শরীরে করোনাভাইরাস উপস্থিত শনাক্ত করা হয়।



 

Show all comments
  • আবদুর রাফি ৮ এপ্রিল, ২০২০, ৩:৫৮ পিএম says : 0
    তিনি এখন কোথায় আছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ