Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি কোচদের জন্য গানম্যান!

প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:২৯ পিএম, ১৫ জুলাই, ২০১৬

বিশেষ সংবাদদাতা : গুলশানের হলি আর্টিজান রেস্টুরেস্টে সন্ত্রাসী জঙ্গি হামলার ঘটনায় ইতালী, জাপান এবং ভারতের নাগরিক নিহত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে বাংলাদেশে অবস্থানরত ক্রিকেট বোর্ডের বিদেশী কোচিং স্টাফ। ঢাকায় অবস্থানরত বিদেশী কোচদের সবার আবাসন গুলশানে থাকায় নির্বিঘেœ চলাফেরা করতে ভয় পাচ্ছেন এই সব উচুঁ বেতনের কোচিং স্টাফ। বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনও নাকি নিয়মিত গুলশানের ওই হলি আর্টিজানে যেতেন। ঘটনার মারিও ভিল্লাভারায়েন ঢাকায় অবস্থান করে মর্মস্পর্শী ওই ঘটনায় এতোটাই ভয় পেয়েছেন যে নিজ থেকেই বিসিবি’র কাছে গানম্যান চেয়েছেন। তার অনুরোধে সাড়া দিয়ে এখন সব বিদেশী কোচিং স্টাফদের গানম্যান (দেহরক্ষী) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আপাততঃ বিসিবি ৭ বিদেশী কোচ ও সাপোর্টিং স্টাফের জন্য দেহরক্ষী চেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র নিরাপত্তা উপদেষ্টা মেজর (অব.) হোসেন ইমামÑ ‘জাতীয় দলের হেড কোচ আগে থেকেই গানম্যান পাচ্ছেন। আমরা অবশ্য ভাবতেও পারিনি যে বিদেশী কোচদের সবার জন্যই এই ব্যবস্থা জরুরি হয়ে উঠবে। আমি যত দূর জানি, মারিও ভিল্লাভারায়েনই শুধু গানম্যান চেয়েছেন। এখন পরিস্থিতি যা, তাতে না চাইলেও অন্য বিদেশিদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই। স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের কাছে গত সপ্তাহে এ ব্যাপারে একটি চিঠি দেয়া হয়েছে। আশা করছি আগামী সপ্তাহ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭ বিদেশীর সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিযুক্ত করবে। তাহলে নির্বিঘেœ চলাফেরা নিয়ে তাদেরকে আর আতঙ্কে কাটাতে হবে না।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদেশি কোচদের জন্য গানম্যান!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ