Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার কারণে স্ত্রীকে অন্য বাসায় রেখে এলেন ফেরদৌস!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৮:৫৪ পিএম | আপডেট : ৯:৪৭ পিএম, ৭ এপ্রিল, ২০২০

শোবিজ তারকাদের সবাই অনুসরণ করেন। এ কারণে তারা অনেকসময় ইচ্ছাকৃতভাবে ঘরে বন্দি থাকেন। কাজের ব্যস্ততা না থাকলেও জনসম্মুখে তাদের দেখা পাওয়ায় দুস্কর।
এবার শোনা যাচ্ছে এক তারকা সয়ং নিজের স্ত্রীর কাছ থেকেই দুরে থাকছেন! বলা হচ্ছে চিত্রনায়ক ফেরদৌসের কথা। তিনি তার স্ত্রী তানিয়া রেজার কাছ থেকেও দুরে থাকছেন! কয়েকদিন ধরেই নাকি আলাদা থাকছেন এ দম্পতি। কিন্তু কেন? ইতোমধ্যেই কারণটাও হয়তো সবাই বুঝতে পেরেছেন। ঠিকই ধরেছেন করোনার কারণেই তারা আজ আলাদা। বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে পরিষ্কার করেছেন ফেরদৌস নিজেই।

ফেরদৌস বলেন, ‘লকডাউন চলছে। এ সময়ে সকলের উচিত কোয়ারেন্টিনে থাকা। সরকারের নির্দেশ অনুযায়ী নিজের ও সবার সুরক্ষার জন্য সেলফ কোয়ারেন্টিনে থাকতে হবে।’

ফেরদৌস আরও বলেন, ‘আমার স্ত্রী তানিয়া সে পেশায় একজন পাইলট। আর সে কারণে তাকে গত সপ্তাহে লন্ডনে যেতে হয়েছে। আমাদের পরিবারের সুরক্ষার কথা ভেবেই ঢাকায় ফিরে গুলশানের একটি বাসা আছেন তিনি। এইতো আর মাত্র দু'দিন পরেই তার কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হবে। ইনশাআল্লাহ তখন আমরা একত্রে বসবাস করব।’

এই ক্রান্তিকালীন সময় কিভাবে কাটছে জানতে চাইলে ফেরদৌস জানান, ‘কাজ বন্ধ হয়ে আছে খারাপ লাগছে। অসচ্ছল টেকনিশিয়ান, কলাকুশলীদের কথা মনে পরলে খারাপ লাগছে। আমি নিজে ভালো আছি অন্যরা ভালো নেই এটা আমাকে ভাবাচ্ছে। বাসায় থাকছি রান্না করছি, ভিডিও বার্তায় বন্ধুদের সাথে কথা বলছি এবং দুই মেয়ের সাথে ভালো সময় পার করছি। অন্যদের কিভাবে ভালো করা যায় সে অনুযায়ী সাহায্য করার চেষ্টা করছি।’



 

Show all comments
  • মোঃ হারুন অর রশিদ ১২ এপ্রিল, ২০২০, ৯:২৪ পিএম says : 0
    জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ভাইয়া অনেক সুন্দর কথা বলছেন।ঘরে বসে আল্লাহকে ডাকি।নামায পড়ি তসবিতাহলিল পাঠ করি তাহলে যদি
    Total Reply(0) Reply
  • মোঃ হারুন ১২ এপ্রিল, ২০২০, ৯:২৬ পিএম says : 0
    অনেক সুন্দর কথা ঘরে বসে সময়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ