Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে কোয়ারেন্টাইনের সংখ্যা ৮৫০ থেকে ১২ নেমে এসেছে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৭:১৩ পিএম

নোয়াখালীতে কোয়ারেন্টাইনে থাকা লোকজনের সংখ্যা কমে যাচ্ছে। বর্তমানে মাত্র ১২জন কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া সোনাইমুড়ি হাসপাতালে রয়েছে তিন জন।

দেড় থেকে দুই সপ্তাহ পূর্বে জেলার বিভিন্ন স্থানে ৮৫০জন কোয়ারেন্টাইনে ছিল। এরমধ্যে ৮৩৮জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। সোনাইমুড়ি হাসপাতালে তিনজন রয়েছে। এরা প্রবাসী বলে জানা গেছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, প্রবাসী অধ্যূষিত নোয়াখালীতে করোনারোগী পাওয়া যায়নি। প্রবাসীদের বিষয়ে কড়াকড়ি আরোপ করায় এখন সকলে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। এরআগে বিদেশ ফেরতদের নিয়ে যে আতঙ্ক ছিল, সেটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এছাড়া স্থানীয় প্রশাসন, পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করে জনগসাধারনকে বার বার সতর্ক করা হচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ