Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডের তৃতীয় করোনা আক্রান্ত অভিনেত্রী জোয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ৪:৫০ পিএম | আপডেট : ৫:১০ পিএম, ৭ এপ্রিল, ২০২০

বলিউডে প্রথম করোনা আক্রান্তে নাম আসে কণিকা কাপুরের। সোমবার করোনা থেকে মুক্তি পেয়ে বাড়ি গিয়েছেন তিনি।আর সেইদিনই, ৬ এপ্রিল সকালে জানা যায় যে দ্বিতীয় আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তিনি হলেন প্রযোজক করিম মোরানির মেয়ে শাজা মোরানি। একদিনের মধ্যেই জানা গেল যে ওই পরিবারেরই আর এক সদস্য, শাজার বোন জোয়ার কোভিড-১৯ টেস্টও পজিটিভ এসেছে।

শাজা মোরানি লকডাউনের আগেই ফিরেছিলেন অস্ট্রেলিয়া থেকে। তার পর বিগত ১৪ দিন আইসোলেশনে থাকার পরে তার কোভিড টেস্ট করানো হয় এবং টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। এর পরেই তাকে ভর্তি করা হয় নানাবতী হসপিটালের করোনা ওয়ার্ডে।

একই সঙ্গে জোয়াকেও ভর্তি করা হয়, বলে জানান করিম মোরানি। সেই সময় থেকেই গোটা পরিবারকেই কোয়ারান্টাইন করা হয়েছে।

সোমবার সকালেই জোয়ারও কোভিড-১৯ টেস্ট করা হয় যার ফলাফল আসে সোমবার সন্ধ্যায়। টেস্টের ফল পজিটিভ এসেছে বলেই জানা গিয়েছে।

সোমবার প্রযোজক করিম মোরানি জানান, যে শাজার মধ্যে কোনও সিম্পটম ছিল না, তাও তার টেস্ট পজিটিভ আসে। কিন্তু জোয়ার মধ্যে কিছু কিছু সিম্পটম ছিল তাই দুজনেরই একসঙ্গে টেস্ট করানো হয় এবং দুজনকেই নানাবতী হসপিটালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

পরিবারের সমস্ত সদস্য এবং বাড়ির পরিচারক-পরিচারিকাদের এখন কোভিড টেস্ট করা হচ্ছে বলে জানা গিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ