বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের ছোবলে প্রাণ হারানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান চট্টগ্রামবাসীকে শোক সাগরে ভাসালেন। শোকাচ্ছন্ন চট্টগ্রামে তার পরিবার-পরিজন, পাড়া-পড়শী, বন্ধুজন সবাই। দুদকের ঊর্ধ্বতন উচ্চ এই কর্মকর্তা জালাল সাইফুরের বাড়ি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বাদুরতলায়।
তিনি স্থানীয় মরহুম নুরুর রহমানের ছেলে। করোনা কেড়ে নিল জালালের তরতাজা জীবন মাত্র ৪৫ বছর বয়সেই। দাফনও হলো ঢাকার আজিমপুর গোরস্তানে। শেষ মাটির ঠিকানা হলো না তার প্রিয় চট্টগ্রামে।
জালালের একমাত্র সন্তান সামিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। বাবাকে হারানোর তার সকরুণ আর্তি তুলে ধরেন গতকাল রাতে পোস্ট দেওয়া তার আবেগঘন ফেইসবুক স্ট্যাটাসে।
সামিন লিখেন, ‘আমার বাবা জীবিকার তাগিদে সরকারি আদেশ না আসা পর্যন্ত ২২ মার্চ পর্যন্ত অফিস করেছিলেন। তারপর থেকে তিনি বাসাতেই ছিলেন। কিন্তু তবুও রক্ষা পাননি। তাই আমি বলবো- এখনও যারা ঘরে থাকার বিধিনিষেধ মানছেন না, তাদের সবাইকে নিজ বাড়িঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে চাই না বর্তমানে এই মুহূর্তে আমার এবং আমার পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে, সেটা আমার শত্র“কেও মোকাবেলা করতে যাতে না হয়’।
ফেইসবুকে সামিন আরও বললেন, বাবার করোনাভাইরাস টেস্টের ফল পজেটিভ আসার পর থেকেই আমি ও মা কোয়ারেন্টাইনে আছি। সেলফ আইসোলেশনের কারণে না বাবার জানাজার অংশ হতে পেরেছি, না উনাকে কবর দেওয়ায় অংশ নিতে পেরেছি। এর চেয়ে কঠিন কিছু আর নেই। আমি উনার একমাত্র সন্তান। আমার কোনো ভাইেেবান নেই। আমি এবং আমার আম্মু দুজনই সুস্থ আছি। আমরা গত ৭ দিন ধরে সেলফ আইসোলেশনে আছি। কোন হাসপাতালে না। আমাদের এভাবে আরও ৭ দিন আইসোলেশনে থাকতে হবে।’
বাবার কথায় তিনি বললেন, ‘উনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। উনার রূহের মাগফিরাত কামনা করছি’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।