Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অডিশনে ক্রিস্টেন বেলকে ‘যথেষ্ট সুন্দরী নন’ শুনতে হয়েছিল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

হলিউড তারকা ক্রিস্টেন বেল জানিয়েছেন ক্যারিয়ারের শুরুতে তাকে বার কয়েক ‘যথেষ্ট সুন্দরী নন’ এমন কথা শুনতে হয়েছিল। সেই সময় তিনি সন্দিগ্ধ হয়ে পড়েন যে আদৌ অভিনেত্রী হিসেবে কাজ করতে পারবেন কিনা। 

“আমার মনে পড়ে কোনও শ্রেণিতেই আমি যথেষ্ট যোগ্য নই। এক অডিশনে আমাকে বলা হয়েছিল, ‘সুন্দরী তরুণীর ভূমিকায় অভিনয় করার জন্য তুমি যথেষ্ট সুন্দরী নও আর অদ্ভুত মেয়ের ভূমিকায় অভিনয়ের জন্যও তুমি যথেষ্ট অদ্ভুত নও’,” ভ্যানিটি ফেয়ার সাময়িকীর ইউটিউব চ্যানেলের জন্য এক সাক্ষাতকারে বেল বলেন। ‘ফ্রোজেন’ তারকা (ভয়েসওভার) সেই সময় সমালোচনায় হতাশ না হবার জন্য প্রাণান্ত চেষ্টা করে যান। “আমার মনে হত, ‘তার মানে কী আমি অভিনয়শিল্পী হতে পারব না, আমি তো সব অডিশন থেকে এমন মন্তব্যই পাচ্ছি, এর অর্থ কী হতে পারে’,” তিনি বলেন। চলচ্চিত্র জগত পরে বদলাতে শুরু করে বলে তিনও আশাবাদী হতে শুরু করেন। নির্দিষ্ট ধরনে এখন আর ভূমিকা সীমাবদ্ধ নয় বলে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। “আমার মনে হয় আমার বয়স বাড়ার সঙ্গে সেই সীমাবদ্ধতা ভেঙেছে। এখন সব সুন্দর গল্প অন্য ভাবেই বলা যায়। এখন একজনকে এক ধারায় আর সীমিত থাকতে হয় না। “এটি আর ১৯৮০র দশক নয় যে মেয়েটিকে জনপ্রিয় হতে হবে আর বইয়ের পোকার সঙ্গেই তার সম্পর্ক হবে। আর এমন পরিস্থিতি নেই, এজন্য আমি কৃতজ্ঞ। এখন অনেক সুযোগ সৃষ্টি হয়েছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ